একটি দক্ষ পরিচালনা পর্যায়ের দূরদর্শী দিক নির্দেশনায় শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানের স্বপ্ন যাত্রা।
১)শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত।
২)চারদিকে নিরাপত্তা ব্যবস্থা।
৩)অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী
৪)৯ম শ্রেণিতে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে।
৫)এস এস সি ও J S C পরিক্ষায় পাসের হার প্রায় শত ভাগ।
৬)সহপাঠক্রমিক কার্যক্রম সারা বছর ব্যপী পরিচালিত হয়।
৭)মিড ডে মিল / টিফিন ব্যবস্থা আছে। ক্লাসের পড়া ক্লাসে শেখানোর চেষ্টা করা হয়।
৮)সকল শিক্ষক নিজ নিজ ক্লাসের প্রতি আন্তরিক।
৯) ডিজিটাল উপস্থিতির ব্যবস্থা সহ শিক্ষা কার্যক্রমে সফটওয়্যার ব্যবহার করা হয়।
১০) প্রাত্যহিক সমাবেশে নীতি বাক্য পাঠ সহ নৈতিক শিক্ষা দেয়া হয়।
১১)শিক্ষার্থীদের মা অথবা বাবার উপস্থিতি ছাড়া ছুটি প্রদান করা হয় না।
১২)মেধাবী দের জন্য বিশেষ ব্যবস্থা আছে।
১৩)শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু আছে।
১৪)প্রতিটি ক্লাসে ২টি করে শাখা সহ ষষ্ঠ শ্রেণিতে ৩টি শাখায় পাঠদান করা হয়।