মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট শহরের প্রাচীনতম বিদ্যাপীঠগুলোর মধ্যে একটি। শেখঘাট অঞ্চলে ১২নং ওয়ার্ড কাডিজর বাজার ব্রীজ সংলগ্ন জিতু মিয়ার পয়েন্টে এর অবস্থান। এ বিদ্যাপীঠ টির লক্ষ্যেহল দক্ষ মানব-সম্পদ উন্নয়নের লক্ষ্যে নারী শিক্ষার প্রসারতা ও অগ্রসরমান উন্নয়নশীল দেশের সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালনের জন্য মেয়ে শিশুদের হ্রদয়ে শিক্ষার আলোর দীপ প্রজ্বলিত করা। আজ থেকে ৮৬ বৎসর পূর্বে শেখঘাট অঞ্চলে জন্মনেয়া এক সমাজ সেবক ১৯৩৫ সালে তার নাম অনুসারে মঈনুন্নেছা বালিকা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বুঝতে পেরেছিলেন সমাজ ব্যবস্থার উন্নয়নে পুরুষের পাশা-পাশি নারীদের শিক্ষার প্রয়োজন । কালের পরিক্রমায় পঞ্চমশ্রেণি পর্যন্ত তা সরকারিকরণ হয়। ১৯৭০ সালে মেয়েদের পড়ালেখার গুরুত্ব অনুধাবিত হয় পাড়া ও মহল্লায়। ৬ষ্ট-৮ম শ্রেণি পর্যন্ত চালু হয় বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। সময়উপযোগী ও সঠিক শিক্ষাব্যবস্থাপনা দক্ষ নেতৃত্ব এবং এলাকার বিদ্যুৎসাহী ব্যাাক্তিদের অক্লান্ত পরিশ্রমে এটি(১৯৭৬ সালে) মাধ্যমিক স্তরে উন্নীত হয় এবং পথচলা শুরু হল এস,এস,সি পরীক্ষার মাধ্যমে। প্রতি বছর জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার ফলাফলে পাশের হার ৯০% এর উপরে চলে আসে।মাধ্যমিকে বিঙ্গান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে। প্রাথমিক ও মাধ্যমিক নিয়ে সর্বমোট প্রায় ১৪০০ জন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। স্কুলের আই,সি,টি ল্যাবসহ অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে।আছেন দক্ষ শিক্ষক মন্ডলীসহ বিঙ্গ ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ। তাদের পরিশ্রম, সুচিন্তিত মতামত, প্রগতিশীল চিন্তাচেতনায় মেধাবী শিক্ষার্থী তৈরি হচ্ছে এবং আগামী প্রজন্মকে বিশ্ব-জাগরণের সাথে খাপ-খাওয়ানোর দক্ষতা-সম্পন্ন করে গড়ে তোলার চেষ্ঠায় সকলেই বদ্ব পরিকর। পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীতে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণ চারদিকে ছড়িয়ে পড়বে। এ প্রতিষ্ঠানের উন্নতি ও সফলতার এবং আগামীর বাংলাদেশকে নেতৃত্ব ও দেশপ্রেমে নিজেকে জরিয়ে রাখব বলে আশা রাখছি।