Moinunnesa Girls High School
Sheikh Ghat, Sylhet, Bangladesh
EIIN: 130402,   Institute Code: 1030

Chairman Image

মরহুম শেখ সিকন্দর আলী

Message Of The Chairman

মরহুম শেখ সিকন্দর আলী, জন্ম-১৮৯৪ইংরেজী, মৃত্যু-১৯৬৪ইংরেজী, নিবাস-শেখঘাট, সিলেট। বিশিষ্ঠ সমাজসেবী, সাহিত্যমোদী, শিক্ষানুরাগী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য । শেখঘাটের মরহুম শেখ সিকন্দর আলী একজন আলোকিত ব্যক্তিত্ব।তিনি উচ্চ শিক্ষা বলতে যা বু্ঝায় সেরকম শিক্ষায় শিক্ষিত ছিলেন না।কিন্তু তার মধ্যে ছিল একজন উচ্চস্তরের দূরদৃষ্ঠি সম্পন্ন বিশাল হ্নদয়।তিনি ছিলেন সত্যিকার অর্থে সমাজ হিতৈষী ব্যাক্তিত্ব।নারী সমাজকে অশিক্ষিত রেখে একটি সমাজ কিংবা সম্প্রদায়ের উন্নতি, অগ্রগতি কিছুতেই সম্ভব নয়। তাই তার একান্ত ইচ্ছায় ১৯৩৫ সালে ৬ শতক ভূমি তিনি শত প্রতিকূলতা সত্তেও তার মাতা মঈনুন্নেছার নাম অনুসারে বিদ্যালয়টির নাম রাখেন মঈনুন্নেছা প্রাথমিক বালিকা বিদ্যালয়।