
সভাপতি
বিস্তারিত

সভাপতি
উন্নত শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত। শিক্ষা-দীক্ষা, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলা সহ সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির রয়েছে গৌরব উজ্জ্বল সাফল্য।

প্রধান শিক্ষক
MD. KAMAL HOSSAIN
বিস্তারিত

MD. KAMAL HOSSAIN
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উচু করে দাঁড়াবার প্রধান অবলম্ভন হল সু-শিক্ষিত মানব সম্পদ। যে কোন দেশের এ সম্পদ উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে, সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ। তারই প্রেক্ষিতে এই এলাকার উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষার আলো সাধারণ জনগনের দ্বারগোড়ায় পৌঁছিয়ে দেওয়ার নিমিত্তে মহীয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ১৯০১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ে রয়েছে এক দক্ষ কর্মতৎপর ও বিদ্যানুরাগী পরিচালনা পরিষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং আধুনিক শিক্ষার সকল সুযোগ-সুবিধা। বিদ্যালয়টি সু-প্রাচীন উপজেলা পরিষদ সংলগ্ন যানজট ও কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার সচেষ্ট প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সে লক্ষ্যেই অত্র বিদ্যালয়ে একটি নিজস্ব ওয়েব সাইট চালু করা হয়েছে। মূলত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তত্ত-উপাত্ত সহজে ও দ্রুতার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসে যোগাযোগ রক্ষা করাই এই ওয়েব সাইটের মূল লক্ষ্য। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি ওয়েব প্রোটাল এর অন্তভুক্ত হওয়ার জন্য সরকরের এই উদ্যোগে অত্যান্ত আনন্দিত এই ধরনের যুগোপযোগী প্রয়াসে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়
কোন দেশের সু-শিক্ষিত মানব সম্পদ উন্নয়নের অগ্রনী ভূমিকা পালন করে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ তারই প্রেক্ষিতে এই এলাকার উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষার আলো সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার নিমিত্তে মহিয়সী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী- ১৯০১ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ বিদ্যালয়ে রয়েছে একটি দক্ষ কর্মতৎপর ও বিদ্যানুরাগী পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও আধুনিক শিক্ষার সকল সুযোগ-সুবিধা। বিদ্যালয়টি সু-প্রাচীন উপজেলা পরিষদ সংলগ্ন যানজট ও কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ে বর্তমানে প্রায় একহাজার পাঁচশত শিক্ষার্থী অধ্যয়ন করছে, শিক্ষক-শিক্ষিকা ২৮ জন। বিদ্যালয়ে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার , শিক্ষক মিলনায়তন কক্ষ ও যুগোপযোগী পাঠাগার। এই বিদ্যালয়ে জে.এস.সি, এস.এস.সি ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস.এস.সি প্রোগাম পরীক্ষা কেন্দ্র রয়েছে। সর্বোপরি বিদ্যালয়টি অত্র এলাকার সাধারন জনগনের মাঝে সু-শিক্ষার আলো পৌঁছে দিতে সর্বদাই অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। |